Total Pageviews

Monday, February 20, 2017

কার্বন কম্পোজিশন রেজিস্টর (Carbon Composition Resistor)

কার্বন কম্পোজিশন রেজিস্টর (Carbon Composition Resistor)


এই রেজিস্টর কার্বন রেজিস্টর নামেই বেশি পরিচিত। ইলেকট্রনিক সার্কিটে কার্বন রেজিস্টর সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। এর মূল উপাদান কার্বন বা গ্রাফাইট। গ্রাফাইটের গুড়ার সাথে অন্য একটি ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেমন সিরামিকের গুড়া মিশিয়ে কম্পেজিশন তৈরী করা হয়। এই কম্পোজিশন পদার্থ দিয়ে একটি সলিড সিলিন্ডার আকৃতির রড তৈরী করে, এই রডের দুই প্রান্তে ধাতব ক্যাপ সংযুক্ত করে টার্মিনাল বের করা হয়। কার্বন কম্পোজিশন রডটি একটি প্লাস্টিক কভার বা কোটিং দিয়ে আবৃত করে এর উপরে বিভিন্ন রঙের কোড দেয়া হয়। কার্বন রেজিস্টর সাধারণত অনেক ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে। তাই এর গায়ে রেজিস্ট্যান্সের মান লিখা সম্ভব হয়না, এজন্য কালার কোডের মাধ্যমে মান প্রকাশ করা হয়।
কার্বন কম্পোজিশন রেজিস্টর
কার্বন রেজিস্টরের মান সাধারণত 0.47 ওহম হতে 20 মেগা ওহম পর্যন্ত হয়ে থাকে। এর পাওয়ার রেটিং 1/10, 1/8, 1/4, 1/2, 1, 2 ওয়াট মানে পাওয়া যায়। এই রেজিস্টর আকারে ছোট দামে সস্তা এবং ইলেকট্রনিক সার্কিটে বেশী ব্যবহৃত হয়।

No comments:

Post a Comment