ক্যাপাসিটর (Capacitor)
চার্জ = Q
পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ = V
ক্যাপাসিটরের প্রকারভেদঃ
- ১. ফিক্সড ক্যাপাসিটর (Fixed Capacitor)
- ১.১ পেপার ক্যাপাসিটর (Paper Capacitor)
- ১.২ প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর (Plastic Film Capacitor)
- ১.৩ পলি কার্বনেট ক্যাপাসিটর (Poly Carbonate Capacitor)
- ১.৪ মাইকা ক্যাপাসিটর (Mica Capacitor)
- ১.৫ সিরামিক ক্যাপাসিটর (Ceramic Capacitor)
- ১.৬ পলিয়েস্টার ক্যাপাসিটর (Polyester Capacitor)
- ১.৭ স্ট্রিলোফ্লেক্স ক্যাপাসিটর (Striloflex Capacitor)
- ১.৮ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর (Electrolytic Capacitor)
- ১.৯ ট্যানটেলাম ক্যাপাসিটর (Tantalum Capacitor)
- ২. ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor)
- ২.১ ট্রিমার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Trimmer Variable Capacitor)
- ২.২ প্যাডার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Padder Variable Capacitor)
- ২.৩ গ্যাং ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Gang Variable Capacitor)
- ১. পোলারাইজড ক্যাপাসিটর (Polarized Capacitor)
- ২. নন-পোলারাইজড ক্যাপাসিটর (Non-Polarized Capacitor)
- ভরিয়েবল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিবর্তন করা যায়। এগুলো সাধারণত এক বা একাধিক মুভিং প্লেটের সমন্বয়ে তৈরি করা হয়। প্লেটের অবস্থান পরিবর্তন করে ক্যাপাসিট্যান্স পরিবর্তন করা যায়। এই ক্যাপাসিটর রেডিও টিউনে ব্যাবহার করা হয়। ভরিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor):
পোলারাইজড ক্যাপাসিটর সার্কিটে নেগেটিভ এবং পজেটিভ ডিরেকশন অনুসারে সংযোগ করতে হয়।
পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Polarized Fixed Capacitor):
নন পোলারাইজড ক্যাপাসিটরের কোন পোলারিটি নেই, তাই সার্কিটে এটি পজেটিভ বা নেগেটিভ যেকোন ডিরেকশনে কানেক্ট করা যায়।
নন পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Non Polarized Fixed Capacitor):
সাধারণ ক্যাপাসিটর
পোলারাইজড ক্যাপাসিটর
ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর
প্রিসেট ক্যাপাসিটর
ভ্যারিয়েবল ক্যাপাসিটর
No comments:
Post a Comment