Total Pageviews

Monday, February 20, 2017

ক্যাপাসিটর (Capacitor)

ক্যাপাসিটর (Capacitor)



ক্যপাসিটর অর্থ ধারক। একে কনডেনসারও বলা হয়। সার্কিটে ক্যাপাসিটর সোর্স থেকে বৈদ্যুতিক এনার্জি বা চার্জ সঞ্চয় করে থাকে। ক্যপাসিটরের বৈদ্যুতিক এনার্জি বা চার্জ সঞ্চয় করার ধর্মকে ক্যাপাসিট্যান্স বলে।
ক্যাপাসিটর তৈরি হয় দুটি ইলেকট্রোড বা কন্ডাকটরের সমন্বয়ে যা ইনসুলেটর বা ডাই ইলেকট্রিক দিয়ে আলাদা করা থাকে। প্রয়োজন মত পেপার, প্লাস্টিক, মাইকা, সিরামিক, গ্লাস, ভ্যাকুয়াম বা এই রকম বৈশিষ্টের অন্যকিছু দিয়ে ডাই ইলেকট্রিক তৈরি করা হয়।
ক্যাপাসিটরের ক্ষমতাকে ফ্যারাড এ প্রকাশ করা হয়। এক ফ্যারাড অনেক বড়, প্রায় 6,280,000,000,000,000,000 ইলেকট্রনের সমান। তাই ব্যাবহারীক ক্ষেত্রে মাইক্রো ফ্যারাড (uF) এবং পিকো ফ্যারাড (pF) ব্যাবহার করা হয়। এক মাইক্রো ফ্যারাড সমান 0.000,001 ফ্যারাড এবং এক পিকো ফ্যারাড সমান 0.000,000,000,001 ফ্যারাড।
ক্যাপাসিটরের প্লেট গুলোর মাঝে যখন পটেনশিয়াল পার্থক্য থাকে তখন ক্যাপাসিটরটি চার্জড এবং যখন পটেনশিয়াল পার্থক্য থাকে না তখন ডিসচার্জড।
ক্যাপাসিট্যান্স = C
চার্জ = Q
পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ = V
হলে, C = Q / V

ক্যাপাসিটরের প্রকারভেদঃ

  • ১. ফিক্সড ক্যাপাসিটর (Fixed Capacitor)
    • ১.১ পেপার ক্যাপাসিটর (Paper Capacitor)
    • ১.২ প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর (Plastic Film Capacitor)
    • ১.৩ পলি কার্বনেট ক্যাপাসিটর (Poly Carbonate Capacitor)
    • ১.৪ মাইকা ক্যাপাসিটর (Mica Capacitor)
    • ১.৫ সিরামিক ক্যাপাসিটর (Ceramic Capacitor)
    • ১.৬ পলিয়েস্টার ক্যাপাসিটর (Polyester Capacitor)
    • ১.৭ স্ট্রিলোফ্লেক্স ক্যাপাসিটর (Striloflex Capacitor)
    • ১.৮ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর (Electrolytic Capacitor)
    • ১.৯ ট্যানটেলাম ক্যাপাসিটর (Tantalum Capacitor)
  • ২. ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor)
    • ২.১ ট্রিমার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Trimmer Variable Capacitor)
    • ২.২ প্যাডার ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Padder Variable Capacitor)
    • ২.৩ গ্যাং ভ্যারিয়েবল ক্যাপাসিটর (Gang Variable Capacitor)
পোলারিটি অনুসারেঃ
  • ১. পোলারাইজড ক্যাপাসিটর (Polarized Capacitor)
  • ২. নন-পোলারাইজড ক্যাপাসিটর (Non-Polarized Capacitor)
  • ভরিয়েবল ক্যাপাসিটরের ক্যাপাসিট‍্যান্স পরিবর্তন করা যায়। এগুলো সাধারণত এক বা একাধিক মুভিং প্লেটের সমন্বয়ে তৈরি করা হয়। প্লেটের অবস্থান পরিবর্তন করে ক্যাপাসিট‍্যান্স পরিবর্তন করা যায়। এই ক্যাপাসিটর রেডিও টিউনে ব্যাবহার করা হয়। ভরিয়েবল ক্যাপাসিটর (Variable Capacitor):

    পোলারাইজড ক্যাপাসিটর সার্কিটে নেগেটিভ এবং পজেটিভ ডিরেকশন অনুসারে সংযোগ করতে হয়।

    পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Polarized Fixed Capacitor):


    নন পোলারাইজড ক্যাপাসিটরের কোন পোলারিটি নেই, তাই সার্কিটে এটি পজেটিভ বা নেগেটিভ যেকোন ডিরেকশনে কানেক্ট করা যায়।

    নন পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর (Non Polarized Fixed Capacitor):


    সাধারণ ক্যাপাসিটর
    পোলারাইজড ক্যাপাসিটর

    ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর
    প্রিসেট ক্যাপাসিটর
    ভ্যারিয়েবল ক্যাপাসিটর

No comments:

Post a Comment