Total Pageviews

Monday, February 20, 2017

পোলারিটি না দেখেই ব্যাটারি লাগান

পোলারিটি না দেখেই ব্যাটারি লাগান


ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে ব্যাটারি বা সেল লাগানোর সময় পোলারিটি অর্থাৎ “প্লাস” “মাইনাস” চিহ্ন দেখে লাগাতে হয়। উল্টো-পাল্টা হলে কাজ হয় না। এমনকি সেনসেটিভ ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।
কিন্তু এই সার্কিটের সাহায্যে এই সমস্যার সমাধান করা সম্ভব। চলুন শুরু করা যাক।

উপকরণ:
ডায়োড – 1N4007     চারটি
তার, সোল্ডার ইত্যাদি
চিত্র: সার্কিট ডায়াগ্রাম

প্রথমে সার্কিট ডায়াগ্রাম অনুসারে সার্কিটটি বানাতে হবে।
বাস্তব চিত্র


চারটি ডায়োডই 1N4007 মানের। এই মানের ডায়োড না পেলে, 1N400 সিরিজের যেকোন ডায়োড হলেই হবে।
আউটপুট চিহ্নিত অংশটি ঘড়ি, ক্যালকুলেটরের পাওয়ার সাপ্লাই অংশে লাগাতে হবে। এখানে “প্লাস” “মাইনাস” চিহ্ন দেখে লাগাতে হবে।
এখন, ব্যাটারি বা সেল ইনপুট অংশে যেকোন পোলারিটিতে লাগানো হোক কোন সমস্যা নেই।
নিচের চিত্রে দেখুন,
পোলারিটি উল্টায় দেওয়ার পরও LED জ্বলছে।
ডায়োডের লিকেজ করেন্ট থাকার কারণে সার্কিটে কিছু পাওয়ার ওপচয় হবে।

No comments:

Post a Comment